Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

জেলা শিক্ষা অফিস, সিলেট এ এখন সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হয়।

ক্রমিক নংসেবার নামকীভাবে পাবেন
০১এমপিও কার্যক্রমএমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নব-নিযুক্ত শিক্ষকগণ তাদের এমপিও করণের জন্য জেলা শিক্ষা অফিসে না এসেও ঘরে বসেই ডিজিটাল পদ্ধতিতে আদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আপলোড করে এমপিওভুক্তির কাজ সম্পন্ন করতে পারেন।
০২নাম কর্তন,  টাইমস্কেল, বিএড স্কেল ও বিভিন্ন সংশোধনীএসকল কর্যক্রম ও অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে উপেজলা মাধ্যমিক শিক্ষা অফিসে হার্ড কপি জমা দিতে হবে।
০৩বিভিন্ন প্রমিক্ষণে প্রশিক্ষণার্থী মনোনয়নবিভিন্ন প্রকল্পসমূহ বিভিন্ন সময় শিক্ষা বিষয়ক কর্মশালার আয়োজন করে থাকে। এসকল কর্মশালায় ও প্রশিক্ষণে জেলা শিক্ষা অফিস প্রতিস্ঠান প্রধানের সাথে আলোচনা করে মনোনয়ন প্রদান করে থাকে।
০৪বিবিধএছাড়াও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে জেলা শিক্ষা অফিস বিভিন্ন কাজ সম্পাদন করেন।